গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জ জেলা শহরের ৫ শত শিক্ষার্থীর মধ্যে ১০০০ কপি ‘অসমাপ্ত আত্মজীবনী’ এবং ‘কারাগারের রোজনামচা’ বই দুটি বিতরন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। সোমবার বেলা ১১টায় জেলা শহরের শেখ ফজলুল হক মনি অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপাচার্য একিউএম মাহাবুব, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু ইউসুফ মোহাম্মদ রেজাউর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান,গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী লেকু প্রমুখ।
