গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। গত সোমবার রাত ১০টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের মান্দারতলা নিগি পেট্রোল পাম্পের সামনে ট্রাক ও রিক্সার মুখোমুখি সংঘর্ষে রিয়াজুল নামে এক রিক্সা চালক সহ রিক্সার এক আরোহী নিহত হয়েছে। নিহত রিক্সাচালক রিয়াজুল শেখ (২০) গোপালগঞ্জ সদর উপজেলার পারকুশলী গ্রামের বাবলু শেখের ছেলে এবং রিক্সা আরহী সুজন গাজী বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার কাটাবোনীয়া গ্রামের লাল গাজীর ছেলে। পুলিশ জানায়, বাগেরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী মাছ বোঝাই ট্রাক (যশোর-ট-১১-৩৫৭৭) মান্দারতলা নিগি পেট্রোল পাম্পের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী রিক্সাকে ধাক্কা দেয়। এসময় রিক্সা চালক রিয়াজুল শেখ (২০) এবং রিক্সাযাত্রী সুজন গাজী (৩৫) ঘটনাস্থলেই নিহত হয়। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। পরে স্থানীয় লোক জন ঢাকা খুলনা মহাসড়ক ১ ঘণ্টা অবরোধ করে রাখে। নিহতদের লাশ গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।