গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ জেলা পুলিশের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা পুলিশের অফিসার্স মেসের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার আয়েশা সিদ্দিকার (সেবা) সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নিহাদ আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ছানোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (কাশিয়ানী-মুকসুদপুর সার্কেল) আনোয়ার হোসেন ভুঞা প্রমুখ। সভায় অন্যান্য পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পুলিশ সুপার তার বক্তব্যে পুলিশ কর্মকর্তাদের আইনশৃংখলা পরিস্থিতি সমুন্নত রাখার বিষয়ে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন।