গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জ পৌরসভায় মাসব্যাপী মশক নিধন কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার সকালে পৌরসভা কার্যালয়ের সামনে মশক নিধন মেশিন দিয়ে ঔষুধ ছিটিয়ে কর্মসুচির উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। এসময় সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান,গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী লেকু ,সচিব কেজিএম মাহামুদ প্রমুখ।
মশক নিধন কর্মসুচি উদ্বোধন করে জেলা প্রশাসক বলেন, শুধু পৌরসভার কর্মীদের দিয়ে মশা নিধন করালেই চলবে না। আমাদের সকলের উচিত নিজ নিজ বাড়ীর আশেপাশে পরিচ্ছন্ন রাখা যাতে মশা বংশ বিস্তার করতে না পারে। উল্লেখ্য কর্মসুচির আওতায় পৌরসভার মোট ২০ জন কর্মী বিভিন্ন ওয়ার্ডে মশক নিধন কাজে নিয়োজিত থাকবেন।
