থেকে-মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সালাউদ্দিন মিয়াকে গতকাল ২৮ নভেম্বর বৃহস্পতিবার আনুমানিক দুপুর ১টার দিকে আটক করেছে গোপালগঞ্জ ডিবি পুলিশ। জানা গেছে আজ ২৮ নভেম্বর বেলা ১১টায় সময় মুকসুদপুর উপজেলা পরিষদের আইন শৃঙ্খলা মিটিং মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মো: আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ সভাকক্ষে হতে মিটিং শেষ করে চেয়ারম্যান সালাউদ্দিন মিয়া নিচে নামলে পূর্বের থেকে উৎপাতে থাকা গোপালগঞ্জ ডিবি পুলিশ তাকে আটক করে। এব্যাপারে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মো: মোস্তফা কামালের কাছে ইউ,পি চেয়ারম্যান সালাউদ্দিন মিয়ার আটকের বিষয়ে জানতে চাইলে তিনি আটকের সত্যতা স্বীকার করেন। কি মামলায় তাকে আটক করা হয়েছে এই রিপোর্ট লেখা পর্যন্ত তা জানা যায়নি।