আব্দুল বাশির, গোমস্তাপুর থেকে : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের আনারপুর-মেহেরপুর রাস্তার একটি পুল ভেঙে গেছে। এতে এ রাস্তা দিয়ে যানবাহন চলাচল বন্ধ হওয়ায় চরম দুর্ভোগের শিকার হচ্ছে প্রায় ৩ হাজার গ্রামের মানুষ। ওই গ্রামের ঝিনাইকুড়ি খাড়ি পাড়ার বাসিন্দা এমদাদুল হক জানান, এক মাস আগে এই পুলের উপর দিয়ে একটি ১০ চাকার পাথরবাহী গাড়ী যাওয়ার সময় পুলটি ভেঙে পড়ে। পরে ট্রাকের ওপর থেকে মালামাল নামিয়ে বহু চেষ্টা করে ট্রাকটি উঠানো হয়। এই এলাকায় প্রায় ৩ হাজার লোকের চলাচলের একমাত্র রাস্তা হচ্ছে এটি। ফলে বর্তমানে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারছে না। এ রাস্তা ছাড়া অন্য কোন বিকল্প রাস্তা দিয়ে যানবাহন চলাচল করার কোন পথ নেই। তাই যত দ্রুত সম্ভব এ রাস্তাটি মেরামত করে আমাদের চলাচলের ব্যবস্থা করে দেয়া হোক এ দাবি জানান।
উক্ত ওয়ার্ডের ইউপি সদস্য মোকসেদুল জানান, উপজেলা ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরে লিখিতভাবে জানানো হয়েছে। তাদের
কালভার্ট নির্মাণে দেরি হলে বাঁশের তৈরি সাঁকো নির্মাণ করা হবে এলাকাবাসী চলাচলের জন্য।
এ বিষয়ে পার্বতীপুর ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকত আলী জানান, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার
বরাবর একটি লিখিত আবেদন করা হয়েছে কালভার্টটি পুনরায় নির্মাণের জন্য। কিন্তু এক মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরেও
এখনো উক্ত স্থানে কালভার্ট নির্মাণ এর কোনো বরাদ্দ পাওয়া যায়নি। তাই এলাকাবাসীর পক্ষ থেকে কালভার্টি পুনঃনির্মাণের জন্য
আমি দাবি করছি।
উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা হাবিবুর রহমান জানান, ২০২০-২১ অর্থবছরে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে কালভার্ট
নির্মাণের জন্য বরাদ্দ চেয়ে চিঠি দেওয়া হয়েছে। বরাদ্দ আসলে কালভার্টটি নির্মাণ করা হবে।