বিনোদন প্রতিবেদক : রাজধানীর হোটেল র্যাডিসনে ‘গ্লোবাল বিজনেস সিএসআর এ্যাওয়ার্ড-২০২০’ প্রদান করা হবে শনিবার। এ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। গ্লোবাল বিজনেস সিএসআর এ্যাওয়ার্ড প্রদান বিষয়ে সংবাদ সম্মেলনে বাংলাদেশ আমেরিকান চেম্বার অব কমার্স (বিএসিসি) ভাইস প্রেসিডেন্ট রাজু আলীম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বছরে বাংলাদেশসহ বিশ্ব পড়েছে অজানা এক মহামারির কবলে। এমন এক মহামারি থেকে দেশকে, দেশের মানুষকে রক্ষা করাই সবচেয়ে বড় দায়িত্ব। আর অত্যন্ত দক্ষতার সাথে এ দায়িত্ব পালন করেছেন ব্যক্তি এবং প্রতিষ্ঠান। তাই চলতি সময়কে স্বাভাবিকভাবে উপস্থাপন করতেই সমাজের বিভিন্ন স্তরে বাংলাদেশের উন্নয়নে যারা অবদান রেখেছেন তাদেরকে সম্মানিত করতে চায় বিএসিসি এবং ওয়াইসিসিআই। সেইসব মানবিক মানুষ এবং প্রতিষ্ঠানকে সম্মাননা দিতে চায় বাংলাদেশ আমেরিকান চেম্বার অব কমার্স (বিএসিসি) ও ইয়ুথ কমার্স কমিউনিকেশন ইন্টারন্যাশনাল (ওয়াইসিসিআই)। আর এ কারণেই শনিবার রাজধানীর র্যাডিসন ব্লু হোটেলের মাধবী হলে ‘গ্লোবাল বিজনেস সিএসআর এ্যাওয়ার্ড-২০২০’ প্রদান করা হবে।
সংবাদ সম্মেলনে ঢাকা ওয়াটার গার্ডেনের ম্যানেজার আলেক্সান্ডার হয়েসলার, ইয়ুথ কমার্স কমিউনিকেশন ইন্টারন্যাশনাল -এর প্রেসিডেন্ট কামাল উদ্দিন, হারনেট টিভির ফাউন্ডার সিইও আলিশা প্রধান, ফ্লাগ গার্লের সিইও প্রিয়তা ইফতেখার, প্রেম’স কালেকশনের অপারেশন পরিচালক ও ফ্যাশন ডিজাইনার অনুরাধা খাজুরিয়া, লাইফ স্টাইল ফ্যাশন হাউজ মাহা’র সিইও ডাঃ জাকিয়া মুন, প্রজেক্ট ডিরেক্টর, দ্য আন ওয়ানটেড টুইন-সিএসআর -এর নানজিবা খান উপস্থিত ছিলেন।