টাঙ্গাইলের ঘাটাইলে অটোরিকশা,ভ্যান,ব্যাটারি চালিত ইজিবাইক শ্রমিক ইউনিয়নের নবগঠিত কমিটির আনন্দ র্যালি ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
এই উপলক্ষে আজ ( ৪ সেপ্টেম্বর) বুধবার সকাল দশটায় উপজেলার পৌর এলাকার ঘাটাইল উত্তরপাড়া সংগঠনের নিজস্ব কার্যালয় থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঘাটাইল সরকারি গণ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত সভাপতি আ খ ম রাশনাদ করিম (কানন) এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আ খ ম রেজাউল করিম, নবনির্বাচিত সাধারণ সম্পাদক আনিসুর রহমান প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিক সদস্যবৃন্দরা।