ধানক্ষেতের পাশে আম গাছের নিচে রক্তাক্ত অবস্থায় পড়েছিল এক কিশোরের লাশ টাঙ্গাইলের ঘাটাইলের ঘটনা । ইট দিয়ে মাঘা থেঁথলে শামীম (১৫) নামে এক কিশোরকে হত্যা করা হয়েছে।
আজ সকাল ৮ টার দিকে ঘাটাইল উপজেলার কাইতকাই এলাকার একটি ধান ক্ষেতের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শামীম জামুরিয়া ইউনিয়নের ভানিকাত্রা গ্রামের ভ্যান চালক আব্দুল করিমের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানান, আজ সকালে উপজেলার কাইতকাই এলাকার ধান ক্ষেতের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে শামীমের মরদেহটি উদ্ধার করে। এর আগে বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ হয় সে।
অন্যের দোকানে কাজ করতো শামীম। ইট দিয়ে মাথা থেঁথলিয়ে তাকে হত্যা করা হয়েছে। পাশেই পড়ে ছিলো হত্যার কাজে ব্যবহৃত রক্তে ভেজা ইট।
এ বিষয়ে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকান্ড। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।