টাঙ্গাইলের ঘাটাইলে ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত। গতকাল শুক্রবার বিকাল ৪ টা সময় ঘাটাইল সরকারি গণপাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘাটাইল সরকারি গণ পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ খলিলুর রহমান।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, ঘাটাইল পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক কমিশনার আনোয়ার হোসেন হেলাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপি’র সিনিয়র সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম রফিক, ঘাটাইল ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আজহারুল ইসলাম, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পৌর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম( হাজী)।
আয়োজনে উত্তরা এফসি। সার্বিক সহযোগিতায় ছিলেন তাজী ডেকোরেটর ও মায়ের দোয়া সাউন্ড সিস্টেম। উক্ত ফাইনাল খেলায় অংশগ্রহণে ছিল রাইসা একাদশ বনাম ইয়াং ভয়েজ। খেলায় ইয়াং বয়েজ রাইসা একাদশকে দুই এক গোলে পরাজিত করে।