টাঙ্গাইলের ঘাটাইলে ঘাটাইলে জমি সংক্রান্ত বিরোধে এক রক্তক্ষয়ী সংঘর্ষে ১১জন আহত হয়েছে। (৩ ফেব্রুয়ারি) সোমবার সন্ধ্যার পরে উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের কামারচালা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত সংগ্রামপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মির্জা হাবিবুর রহমান এবং তার ভাই মনসুর আহমেদকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক মির্জা তানভীর হাসান, মির্জা খোকন এবং মির্জা মহিউদ্দিন আহত হয়ে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
এছাড়া সংঘর্ষের ঘটনায় অপরপক্ষের আহত হয়েছেন ইন্তাজ আলী শেখের ছেলে লাল মাহমুদ (৭০), মুক্তার আলীর ছেলে লাভলু (২০), লাল মাহমুদ শেখের ছেলে আল মামুন (৪০), মুক্তার আলির স্ত্রী আলেয়া (৫০), হযরত আলীর মেয়ে মরিয়ম প্রমূখ। তারা টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
সংগ্রামপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মির্জা হাবিবুর রহমানের ভাই মির্জা মোয়াজজেম হোসেন বলেন, লাল মাহমুদ শেখ জমি সংক্রান্ত বিরোধে গতকাল রোববার আমার ভাই হাবিবুর রহমানকে মারধর করে। পরবর্তীতে আজকেও তারা আমাদের উপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে আমার ভাইসহ পাঁচজনকে গুরুতর আহত করেছে।
এদিকে মুক্তার আলীর ছেলে লাভলু বলেন, জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন যাবত মির্জা হাবিবুর রহমানের সাথে আমাদের বিরোধ চলে আসছিল। পরবর্তীতে আজ সোমবার সন্ধ্যার সময় তারা অতর্কিতে আমাদের উপর হামলা করে। এতে আমাদের পরিবার সদস্যদের অন্তত পাঁচজন আহত হয়েছি।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম বলেন, সংগ্রামপুর ইউনিয়নে দুই পক্ষের একটি মারামারির ঘটনায় কয়েকজন আহত হওয়ার সংবাদ পেয়েছি। জমি সংক্রান্ত বিষয় নিয়ে এই সংঘর্ষ ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছিল। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলে তিনি জানান।