টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ এন ও)হিসেবে যোগদান করেছেন শারমিন ইসলাম। তিনি গত ৩০ এপ্রিল লক্ষীপুর জেলা প্রশাসকের ও বৃহস্পতিবার (৪মে ২০২৩) রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন।
শারমিন ইসলাম রামগঞ্জ উপজেলার ৩৮ তম উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি এর আগে বিসিএস প্রশাসন একাডেমির (শাহবাগ-ঢাকা) সহকারি পরিচালকের দায়িত্ব পালন করেন।
যশোরের শর্শা থানার নাভারণ গ্রামের মো.রবিউল ইসলামের কন্যা শারমিন ইসলাম ৩৪ তম ব্যাচের একজন কর্মকর্তা। উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও) হিসেবে তার প্রথম কর্মস্থল রামগঞ্জ উপজেলা।