নিজস্ব প্রতিবেদক : রাজধানীর চকবাজার এলাকা থেকে ট্যাপেনটাডল ট্যাবলেটসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার র্যাব-১০ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। জানা যায়, গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৫টায় চকবাজার থানাধীন ৫৭/৪-৫ আর এন ডি রোড, কেল্লার মোড় বাজার এলাকায় ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৭৫ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট ও ৩টি মুঠোফোন জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব¡ দেন সিপিসি-১, র্যাব-১০ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুর রহমান এবং স্কোয়াড কমান্ডার এএসপি এনায়েত কবীর সোয়েব। গ্রেফতারকৃতরা হচ্ছে- মাহবুব আলম (২৮) ও আপেল মাহমুদ (৩৭)। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।