আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সহ-সভাপতি দেবাশীষ পাল দেবু।
রোববার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন তিনি। এর আগে সকালে তিনি দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
দেবাশীষ পাল দেবুু মনোনয়ন সংগ্রহ এবং জমা দেওয়ার সময় যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিতি ছিলেন।
চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী দেবাশীষ পাল দেবু গণমাধ্যমকে বলেন, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের লক্ষে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে উন্নয়নের রোল মডেল হিসাবে পরিনত হয়েছে, তেমনি এই ধারাবাহিকতা রক্ষার্থে বাংলাদেশ আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে। বিশেষ করে নতুন প্রজন্মের ভোটাররা নৌকাকে বিজয়ী করার লক্ষে সারাদেশে তাদের আগ্রহের কোনো কমতি নেই।
তিনি বলেন, আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের নতুন প্রজন্ম ও এলাকার জনগনের দাবীর প্রেক্ষিতে গত ১৯ নভেম্বর রবিবার দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছি এবং একই দিনে ফরম জমা দিয়েছি।
আমাদের দলীয় সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন যিনি তৃনমূল পর্যায়ে জনগনের কাছে গ্রহনযোগ্য ব্যক্তি তিনিই এবার দলীয় মনোনয়ন পাবেন। সেই হিসাবে আমি শতভাগ আশাবাদী নেত্রী এবার দলীয় মনোনয়ন দিবেন , এটা আমার বিশ্বাস। তাছাড়া বন্দর -পতেঙ্গা আসনে দীর্ঘদিন আমি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে কাজ করছি। করেনাকালে আমি প্রতিটি দিন মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। বেশকিছু অসহায় মানুষকে নিজ খরচে ঘর বানিয়ে দিয়েছি। যুবলীগের মানবিক চেয়ারম্যান খ্যাত শেখ ফজলে শামস পরশের নির্দেশে মাঠে ছিলাম। দল আমার ওপর আস্থা রেখে মনোনয়ন দিলে আমি সবটা উজার করে দিয়ে কাজ করবো। দল যদি আমাকে বিবেচনা করে আমি নিজের সর্বোচ্চ উজাড় করে এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাবো।
আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা যদি আমার ওপর আস্থা রেখে মনোনয়ন দেন তবে তার সেই আস্থা রক্ষায় জীবন দিতেও কুণ্ঠাবোধ করবো না। বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শ সমুন্নত রাখতে কাজ করবো