তথ্য প্রযুক্তি ডেস্ক: ফ্ল্যাগশিপ সিরিজ গ্যালাক্সি এস এর নতুন ৩টি ফোন চলতি মাসেই উন্মোচন করবে স্যামসাং।
আগামী ১৪ জানুয়ারি অনলাইনে স্যামসাংয়ের ওয়েবসাইটে উন্মোচন অনুষ্ঠানটি দেখা যাবে। ইতোমধ্যে ইভেন্টের ইনভাইটেশন পাঠাতে শুরু করেছে দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্টটি।
প্রতি বছর ফেব্রুয়ারিতে গ্যালাক্সি এস সিরিজ আনে স্যামসাং। এবার আগেভাগেই সিরিজটি বাজারে আনবে তারা। এই সিরিজের নতুন ফোনগুলো হলো গ্যালাক্সি এস২১, এস২১ প্লাস ও এস২১ আল্ট্রা। বাজারে ফোনগুলোর প্রধান প্রতিদ্বন্দ্বী হবে অ্যাপলের আইফোন ১২ ও আইফোন ১২ প্রো।
স্যামসাংয়ের প্রেসিডেন্ট ও মোবাইল কমিউনিকেশন বিজনেসের প্রধান টিএম রোহ গত ডিসেম্বরে এক ব্লগ পোস্টে জানান, এ বছর কয়েকটি মডেলের ফোল্ডেবল ফোন আনবে স্যামসাং। ফলে আরও বেশি সংখ্যক মানুষ ফোল্ডেবল ফোন কিনতে পারবেন।
ফোনগুলোতে থাকবে প্রো মানের ক্যামেরা, যা দিয়ে ভালো রেজুলেশনের ছবি তোলা যাবে। চলতি বছর মাঝারি দামের ফোনেও এ ক্যামেরার কয়েকটি ফিচার দেখা যাবে।