চাঁদপুর প্রতিনিধি:
শনিবার মধ্য রাতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশান চাঁদপুর কর্তৃক চাঁদপুরে মেঘনা নদীর মোহনায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে এমভি সোনার তরী-২ (ভোলার দৌলতখান থেকে ঢাকা সদর ঘাট গামী), এমভি তাসরিফ-৩ (হাতিয়ার চরফেশন থেকে ঢাকা সদর ঘাট গামী) এবং এমভি শাহরুক-০১ (শরিয়তপুরের গুশের হাট থেকে ঢাকা সদর ঘাট গামী) নামক যাত্রিবাহী লঞ্চ থেকে ২,৫০০ কেজি (৬৩ মণ) জাটকা জব্দ করা হয়। জব্দকৃত জাটকার আনুমানিক বাজার মূল্য ৭,৫০,০০০ টাকা মাত্র। উক্ত অভিযানে জাটকার প্রকৃত মালিকদের পাওয়া না যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয় নাই। পরবর্তীতে জব্দকৃত জাটকাগুলো নির্বাহী মেজিস্ট্রেট এবং সহকারী মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরীব দুস্থদের মধ্যে বিতরণ করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ড এর এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধভাবে মৎস্য আহরণ, জাটকা নিধন রোধে নিয়োমিত অভিযান অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তি