চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে কমিউিনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে এ উপলক্ষ্যে পুলিশ সুপারের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ কমিউনিটি পুলিশিং সভাপতি মুক্তিযোদ্বা আলহাজ্ব রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহবুব আলম খাঁন। অন্যদের মধ্যে বক্তব্য দেনÑ নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুণ্ড, কমিউিনিটি পুলিশিং এর সদস্য সচিব সামিউল হক লিটন, অধ্যাপক কামাল উদ্দিন, শহিদুল হুদা অলক, সদর মডেল থানার ওসি মো. মোজাফফর হোসেন।
