চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালী ঔষধ প্রশাসন গত রোববার দুপুর থেকে রাত পর্যন্ত চাটখিল পৌরশহরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। এসময় বিভিন্ন অপরাধের দায়ে ১ ব্যক্তিকে ৩ মাসের কারাদণ্ড ও ৪ প্রতিষ্ঠানের ৭৫ হাজার টাকা জরিমানা এবং নকল ও মেয়াদ উত্তীর্ণ প্রায় আড়াই লাখ টাকার ঔষধ নষ্ট করা হয়। চাটখিল উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ মোসার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সোলায়মান ফার্মেসীকে স্যাম্পল ঔষধ বিক্রি করার দায়ে ১০ হাজার টাকা, বাংলাদেশ ফার্মেসীকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করার দায়ে ১৫ হাজার টাকা, প্রভাতী মেডিকেল হল অনুমোদন বিহীন কোম্পানির ঔষধ বিক্রি করার দায়ে ২০ হাজার টাকা, দ্বীন মোহাম্মদ কিউর ফার্মাসিউটিক্যালস্ এর বিক্রয় প্রতিনিধিকে সরকারের অনুমোদন বিহীন ওষুধ উৎপাদন ও বাজারজাত করার দায়ে ৩০ হাজার টাকা এবং রোমেন হারবাল এর মালিক নুর আলমকে (৫৫) ঔষধ প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে নকল ওষুধ উৎপাদন এবং বোতল ওষুধ বাজারজাত করার দায়ে ৩ মাসের কারাদণ্ড সহ তার উৎপাদিত ওষুধ বাজেয়াপ্ত করা হয়। অভিযান পরিচালনাকালে নোয়াখালী ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক মাসুদুজ্জামান খাঁন এবং চাটখিল থানার ২ পুলিশ কর্মকর্তাসহ ৪ জন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। অভিযানের খবর পেয়ে অধিকাংশ ঔষধ দোকানদানরা তড়িঘড়ি করে দোকান বন্ধ করে সটকে পড়ে।
