চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
চাটখিলে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এস.এম. মোসা’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গত মঙ্গলবার দুপুরে উপজেলা সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভার বক্তব্য দেন চাটখিল প্রেসক্লাব সভাপতি মো. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক সোয়েব হোসেন ভুলু। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দিদারুল আলম (দৈনিক ইনকিলাব), রফিক উল্লাহ খোকন (দি বাংলাদেশ টু ডে), আনোয়ারুল হায়দার (দৈনিক সমকাল), জসিম মাহমুদ (দৈনিক আমাদের নতুন সময়), মামুন হোসেন (দৈনিক মানবজমিন), গুলজার হোসেন সৈকত (দৈনিক নয়া দিগন্ত), মুক্তার হোসেন (দৈনিক ভোরের ডাক), আশেকে আলাহী (দৈনিক সংগ্রাম), হান্নান শাকুর (দৈনিক বাংলাদেশের খবর), মানিক হোসেন বিএসসি (দৈনিক খবর), রহমত উল্লাহ্ (দৈনিক দিনকাল), আবু নাসের মাহমুদ জুয়েল (দৈনিক যায়যায়দিন), সাইদ মোঃ তুষার (দৈনিক গণকন্ঠ), গোলাম সরোয়ার জুয়েল (দৈনিক ভোরের কাগজ), মোজাম্মেল হক লিটন (দৈনিক গনতদন্ত), মাসুদ রানা (দৈনিক ঢাকা প্রতিদিন) ও মোঃ আলমগীর হোসেন হিরু (পূর্ব শিখা)।
মতবিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার এ.এস.এম. মোসা চাটখিলে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার কাজে সাংবাদিকদের কাছে সহযোগিতা কামনা করেন। সাংবাদিকরা তাকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।