নিজস্ব প্রতিবেদক : ছয়তলা ভবনের ছাদের রেলিং ভেঙে পড়ে মোছাম্মদ রাশেদা বেগম রাফেজা (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রাজধানীর কামরাঙ্গীচরের রনি মার্কেট সংলগ্ন এলাকায়।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই ইয়াদ আলী জানান, বেলা সাড়ে ১১ টার দিকে তার বোন রাশেদা বেগম ছয়তলা ভবনের ছাদে লেপ শুকানোর জন্য যান। রেলিংয়ে লেপ শুকাতে দেয়ার সময় হঠাৎ রেলিং ভেঙে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে দুপুর ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, রাশেদা বেগম মাদারীপুরের কালকিনি উপজেলার কানাইপুর গ্রামের মো. ফেরদৌস আলীর স্ত্রী। রনি মার্কেট সংলগ্ন ওই ছয়তলা ভবনের পরিবার নিয়ে থাকতেন। নিহতের দুই মেয়ে ও দুই ছেলে রয়েছে। নিহতের স্বামী ব্যবসার কাজে নোয়াখালী গেছেন বলেও জানান তিনি।
ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।