বিনোদন ডেস্ক: নারীর প্রতি সহিংসতা রুখতে সরকারকে আরও কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।
ভোপালে ‘ধক্কড়’ ছবির শুটিংয়ের ফাঁকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের সঙ্গে সাক্ষাৎ শেষে শনিবার তিনি এ কথা বলেন।
সৌদি আরবের উদাহরণ টেনে কঙ্গনা বলেন, নারী নির্যাতনকারীদের রাস্তায় এনে ফাঁসি দিয়ে দেওয়া উচিত।
তিনি বলেন, নারীরা নিজেদের কথা বলতে দ্বিধায় ভোগেন। ফলে অনেক যৌন হেনস্তার ঘটনা আমাদের অজানা থেকে যায়।
ভারতে আইনের কারণে অনেকে চুপ থাকেন। ধর্ষকরা জানে যে, তারা ঠিক আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে পারবে। বছরের পর বছর নির্যাতিতাদের কেবল প্রশ্নের উত্তর দিয়ে যেতে হয়। আইন ও পুলিশের হাতেও হেনস্তা হতে হয় তাকে।