জলাবদ্ধতা দূরীকরণের লক্ষে নোয়াখালী সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা ১৩ টি ইউনিয়নে খাল পরিস্কার পরিচ্ছন্নকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
গতকাল সোমবার সকালে কাদির হানিফ ইউনিয়ন এর ইসলামিয়া খাল এবং নোয়াখালী ইউনিয়নে হায়দার মিয়ার হাট থেকে সাহেবের হাট পর্যন্ত খাল পরিস্কার কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আখিনূর জাহান নীলা।
এতে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবুল মনছুর আহমেদ,৬নং নোয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছিন আরাফাত ও প্রসাশক শহিদুল ইসলাস শাহিদ, কাদের হানিফ ইউনিয়নে চেয়ারম্যান রহিম চৌধুরী’সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
স্থানীয়রা জানান বিভিন্ন ইউনিয়নে ছোট বড় অনেকগুলো খাল দখল করে নিয়েছে । এসব খালের উপরে কেউ ছোট-বড় কালভার্ট পোল নির্মাণ করে জলবদ্ধতা সৃষ্টি করেছে। এতে করে নোয়াখালীর মানুষ সামান্য বৃষ্টি হলে পানিবন্ধি হয় এবং মানুষের বাড়ি করে পানিতে তলিয়ে যায়।
এক সময় অনেক কদর ছিল এইসব খালের, কালের বিবর্তনে আজ এই খাল যেন মৃত। এখন পরিষ্কার করার মধ্য দিয়ে খালটি আবার জীবন ফিরে পাবে। এজন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার আখিনূর জাহান নীলা বলেন- ১৩ টি ইউনিয়নে বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে খালগুলো ভরাট হয়ে পানি চলাচল বিঘ্নিত হওয়ার ফলে অতি বৃষ্টি ও বন্যায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়ে বর্ষা মৌসুমে সাধারণ মানুষ দুর্ভোগে পড়তে হয়, এ চিন্তাধারা থেকে সদর উপজেলার সকল খাল পরিস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। তিনি আরো বলেন- এ কার্যক্রম অব্যাহত থাকবে।