এসএম দেলোয়ার হোসেন
দক্ষিণ সুদানে চলমান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ডেপুটি ফোর্স কমান্ডার মনোনীত হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মোঃ মাইন উল্লাহ চৌধুরী। গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) ঢাকা প্রতিদিনে পাঠানো আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, বিশ্বের নবীনতম দেশ দক্ষিণ সুদানে জাতিসংঘ তার কার্যক্রম শুরু করে ২০১১ সালে। বাংলাদেশ শুরু থেকেই দক্ষিণ সুদানে জাতিসংঘের এই শান্তিরক্ষা কার্যক্রম এর সাথে সম্পৃক্ত। বাংলাদেশের ১টি ইঞ্জিনিয়ার কন্টিনজেন্ট দক্ষিণ সুদানে জাতিসংঘ মিশনের যাত্রালগ্ন থেকে নিয়োজিত রয়েছে। বর্তমানে ১টি পদাতিক কন্টিনজেন্টসহ বাংলাদেশের সর্বমোট ৩টি কন্টিনজেন্ট দক্ষিণ সুদানে টঘগওঝঝ মিশনে নিয়োজিত। টঘগওঝঝ মিশনে বর্তমানে ১৬৪৪ জন বাংলাদেশি শান্তিরক্ষী নিয়োজিত রয়েছে। মেজর জেনারেল মোঃ মাইন উল্লাহ চৌধুরী শিগগিরই দক্ষিণ সুদানে ডেপুটি ফোর্স কমান্ডার হিসেবে যোগদান করবেন বলে জানিয়েছে আইএসপিআর।