বুধবার, ১৮ জুন ২০২৫, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রীপুরে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজীপুর জেলা পুলিশ সুপারের সাথে পার্থের দলের সৌজন্য সাক্ষাৎ আনোয়ারা চাতরী চৌমুহনী বাজারে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা নবীনগরে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন রাজবাড়ীর বেলগাছি রেল স্টেশন পুনঃ নির্মাণের দাবীতে মানববন্ধন শ্রীপুরে এটিএম বুথে কিশোরীকে ধর্ষণকারী সেই লিটন আটক নবীনগরে দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত ফুলবাড়ীয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারের আস্থা অর্জনে মরিয়া সম্ভাব্য প্রার্থীরা পূর্ব সুন্দরবনে থেমে নেই হরিণ শিকারীদের অপতৎপরতা: টিয়ারচরে বিপুল পরিমাণ হরিণধরা ফাঁদ ও চারু উদ্ধার জলাবদ্ধতা নিরসনে নোয়াখালী সদরের ইউএনও-এর খাল পরিচ্ছন্নতা অভিযান সার্ভিস ডে উপলক্ষ্যে ১০% ডিসকাউন্টসহ নানা অফার রিয়েলমি’র পাইকগাছায় ৯‌ মাস পর সাবেক ইউপি সদস্য স্বপন হত্যা মামলায় গ্রেফতার-২ শ্যামনগরে অস্ত্রসহ দুই বনদস্যু আটক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: রাজশাহী-৫ আসনে বিএনপির হাফ ডজন প্রার্থী কাপ্তাইয়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ভারী বৃষ্টির আভাস, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত হাসিনাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি ট্রাইব্যুনালের যুদ্ধবিরতির জন্য ফিরিনি, বড় কিছুর জন্য অপেক্ষায় থাকুন : ট্রাম্প জাপার কাউন্সিল ২৮ জুন হচ্ছে না নাক্ষত্রিক বিকিরণের পূর্বাভাস দেবে চীনের এআই মডেল ২ বছর মেয়াদের নতুন ট্রেজারি বন্ডের লেনদেন শুরু ডাকসু নির্বাচন আয়োজনে ১০ সদস্যের কমিশন গঠন শখ থেকে স্বপ্ন পূরণে সোনালী হরিণের খামার দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ বৃষ্টিতে স্লিপ করছিল চাকা, জটিলতায় মধুমতি এক্সপ্রেস ঈদুল আজহার ছুটিতে শিবগঞ্জে এক সপ্তাহে ৩ খুন চুনারুঘাটে ভারতীয় যুবক আটক শুরুর ঘণ্টায় চাপে বাংলাদেশ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ গর্ভাবস্থায় ডায়াবেটিস মা ও শিশুর জন্য কতটা ঝুঁকিপূর্ণ

জামায়াতের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪, ৬:০৯ অপরাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক এবং ডেপুটি চিফ মিশন মিস ঝিনহি ব্যাক।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ১০টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে জামায়াতের কার্যালয় পরিদর্শনে যান তারা।

বৈঠক শেষে দেশবাসীর উদ্দেশে এক যৌথ প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন তারা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের বার্তা প্রেরক মুজিবুল আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময় ডা. শফিকুর রহমান বলেন, আমরা দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছি। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও কীভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে ব্যাপারেও আমরা উভয়েই আমাদের অভিমত ব্যক্ত করেছি। সম্প্রতি দেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান হয়েছে এবং একটি কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে এ দেশের গণমানুষের যে লড়াই সাড়ে ১৫ বছর ধরে চলে আসছিল সে লড়াইয়ের পরিসমাপ্তি লগ্নে আমাদের দেশের ছাত্র ও যুবসমাজ কোটাবিরোধী যে আন্দোলন গড়ে তুলেছিলেন সে আন্দোলনকে দমানোর জন্য সরকার এক কুৎসিত পথ অনুসরণ করেছিল।

তিনি বলেন, অসংখ্য মানুষের জীবনের বিনিময়ে, হাজারো মানুষের ত্যাগের বিনিময়ে এবং দেশে-প্রবাসে একই সাথে লড়াইয়ের বিনিময়ে এই জাতি সাময়িকভাবে মুক্তি পেয়েছে। বাংলাদেশকে কীভাবে সামনে এগিয়ে নেওয়া যায় এবং বাংলাদেশের জনগণের উন্নতি, নিরাপত্তা ও অগ্রগতি নিয়ে বিশ্ব সম্প্রদায়ের সাথে তারা কীভাবে কাজ করতে পারেন বিশেষ করে বাংলাদেশ এবং রিপাবলিক অব কোরিয়া এক্ষেত্রে তাদের পার্টনারশিপ আরও কীভাবে উন্নত করতে পারে- এ বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। সাম্প্রতিক আন্দোলনে আহতদের চিকিৎসার ব্যাপারে কোরিয়া প্রজাতন্ত্র কীভাবে সহযোগিতা করতে পারে, সে বিষয়ে আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি।

এ ব্যাপারে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত আমাদের আশ্বস্ত করেছেন জানিয়ে তিনি আরও বলেন, এই মুহূর্তে তাদের সহযোগিতা অত্যন্ত মৌলিক প্রয়োজন। কোরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা তাদের সততা ও দক্ষতা দিয়ে আরও কীভাবে অবদান রাখতে পারেন সে বিষয়েও আমরা আলোচনা করেছি এবং কোরিয়াতে বাংলাদেশিরা যেন আরও বেশি সংখ্যায় যেতে পারেন সে ব্যাপারে সহযোগিতা চেয়েছি। আমাদের আলোচনা অত্যন্ত চমৎকার হয়েছে, সন্তোষজনক হয়েছে। তারা বাংলাদেশকে আরও সহযোগিতা করবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন। তাদেরও কিছু কথা ছিল- সেগুলো আমরা মনোযোগ দিয়ে শুনেছি এবং সে জায়গাগুলো আমরা পরিষ্কার করার চেষ্টা করেছি। আমাদের মনে হয়েছে যে, আমাদের কথায় তারা পুরোপুরি আশস্ত হয়েছেন।

জামায়াত আমির আরও বলেন, এ সফরকালে তারা বাংলাদেশের সমাজ ও সামাজিক প্রেক্ষাপট সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পেয়েছেন।

এই সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন- নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ও মাওলানা আনম শামসুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন।


এই বিভাগের আরো খবর