জামালপুরের ইসলামপুর উপজেলার সাপধরি ইউনিয়নের প্রজাপতিরচর, চর শিশুয়া, কাশারিডোবা, চেঙ্গানিয়া, পশ্চিম মন্ডলপাড়া, চৌধুরীপাড়া, আকন্দপাড়া, চেঙ্গানিয়া প্রামানিকপাড়া এলাকায় যমুনা নদীর বামতীরে তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে।
যমুনার ভাঙ্গন প্রতিরোধের দাবিতে আজ রোববার দুপুরে প্রজাপতিরচর ও আকন্দপাড়ায় এলাকায় পৃথক পৃথক স্থানে মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন সাপধরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম মন্ডল, বিএনপি নেতা আকরাম হোসেন, ফরহাদুজ্জামান রনজু, রমিজ উদ্দিন ও লাল মিয়া মেম্বার।
বক্তারা জানান, গত কয়েকদিনের ভাঙ্গনে প্রজাপতি, চর শিশুয়া ও আকন্দপাড়া এলাকার শতাধিক বসতভিটা, ফসলি জমি ও গাছপালা নদী গর্ভে বিলীন হয়েছে। নদী ভাঙ্গনের হুমকির মুখে পড়েছে আরো শতাধিক বসত ভিটা ও বিস্তীর্ণ ফসলি জমি। ভাঙ্গন প্রতিরোধে দ্রুত পদক্ষেপ গ্রহনের দাবি জানান এলাকাবাসী।