আজ শুক্রবার সকালে শহরের শেখেরভিটা এলাকায় জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই কর্মসুচির উদ্বোধন করেন জেলা প্রশাসক হাছিনা বেগম।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস, পৌর প্রশাসক মৌসুমী খানম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকি, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন,জেলা যুবদলের আহবায়ক সফিকুল ইসলাম খান সজিব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয় প্রশাসন ও পৌরসভার উদ্যোগে ১২ কিলোমিটার দৈর্ঘ্য ও ৩০ ফুট প্রস্থ্যের এ খালের ২টি পয়েন্টে প্রাথমিকভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজ করা হয়। এতে অংশ নেয় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের দুই শতাধিক সদস্য।
মোট ৪টি পয়েন্টে আগামী এক সপ্তাহ এই কর্যক্রম পরিচালিত হবে। পরিচ্ছন্নতা ও সংস্কারের মাধ্যমে গবা খালের প্রবাহ স্বাভাবিক রাখা হলে শহরের পানি নিষ্কাশন ও বর্ষাকালে জলাবদ্ধতা নিরসন সম্ভব হবে।