বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৭ তম কারামুক্তি দিবস উপলক্ষে জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকালে জেলা বিএনপির আয়োজনে স্টেশন বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
শহর বিএনপির সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট মুহাম্মদ ফজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, শহীদুল হক খান দুলাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহুল আমিন মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোখলেছুর রহমান হারুন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ মাসুদ, জেলা যুব দলের আহবায়ক সজিব খান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসবার পর থেকে বাংলাদেশের রাজনীতির গতিপথ পরিবর্তন হয়ে গেছে। সেই পথ থেকে উত্তরণের জন্য তারেক রহমান হাজার মাইল দূরে থেকেও নেতৃত্ব দিয়ে আসছেন। তিনি জনগণের ভোটাধিকার, আইনের শাসন, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছেন। সবশেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
সভায় জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল- স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।