বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
কাপ্তাই সেনা জোন কতৃক  শারদীয় দুর্গোৎসব এবং কবরস্থান সংস্কারে সহায়তা প্রদান পরিবেশ রক্ষায় গাছকে ভালবাসুন: সালেহ আহমেদ “আম্মু তুমি যেখানে থাকো ফিরে আসো” পাইকগাছায় মাকে ফিরে পেতে সন্তানদের আকুতি নান্দাইলে শিশু যত্নকেন্দ্রে খেলনা সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ ছয় বছর ধরে জরাজীর্ণ ঘরে মতিন-সাবিনা দম্পতি বসবাস সালথায় ৪৫ টি পূজা মন্ডপে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা বন্যায় তিন জেলায় ১০ মৃত্যু, শেরপুরেই ৮ জন পাহাড়ে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে বিএনপি’র মতবিনিময় নলছিটির জনসাধারণের আস্থা ও নির্ভরতার প্রতিক ইউএনও নজরুল ইসলাম নান্দাইল চৌরাস্তা ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের বেহাল-দশা রাতে আলো জালিয়ে চলনবিলে টেটা দিয়ে মাছ শিকার কাপ্তাইয়ে হেডম্যানদের সাথে ৪১ বিজিবি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপ্তাইয়ে ৫১তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডিতে চ্যাম্পিয়ন ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় ঘাটাইলে চার গ্রামের একমাত্র রাস্তার ভাঙ্গন হাজার মানুষের কান্নার কারণ মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীসেবায় হিমসিম খাচ্ছে চিকিৎসকরা জামিন পেলেন সাবের হোসেন চৌধুরী, কারামুক্তিতে বাধা নেই খুলনা ডিআইজির বদলি, পদায়নে অভিনব পদ্ধতি জামায়াতের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক স্যাংশনভীতি এবং স্বর্ণের মূল্যবৃদ্ধি বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন পদত্যাগ করলেন পিএসসি চেয়ারম্যান অবসরের ঘোষণা দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন জন জে. হপফিল্ড ও জিওফ্রে ই. হিন্টন সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণে কমিটি গঠন দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানো হচ্ছে : মাহফুজ আলম পাইকগাছায় চক্ষু ক্যাম্প উপলক্ষে অবিহিত করণ সভা অনুষ্ঠিত সকালে নারিকেল খাবেন যে কারণে কাবার গিলাফ উপহার পেয়েছেন ধর্ম উপদেষ্টা আমার মতো ভুল কেউ করবেন না : পরীমণি

জামালপুরে বন্যায় অর্ধশতাধিক গ্রাম পানির নিচে জমির ফসল দিশাহারা কৃষক

ফরিদুল ইসলাম জামালপুর থেকে 
বুধবার, ১৯ অক্টোবর, ২০২২, ৬:১৫ পূর্বাহ্ন

উজানের ঢলে যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আকষ্মিক বন্যায় জামালপুরে অর্ধশত গ্রামের বিস্তীর্ণ এলাকার জমির রোপা আমন, মরিচ ও শীতের সবজিসহ বিস্তীর্ণ এলাকার ফসল পানির নিচে তলিয়ে গেছে। হঠাৎ অকাল বন্যায় দিশাহারা হয়ে পড়েছে হাজার হাজার কৃষক।

জামালপুর সদর, মেলান্দহ, ইসলামপুর, সরিষাবাড়ি ও দেওয়ানগঞ্জ উপজেলার অর্ধশত গ্রামের সহস্রাধিক হেক্টর জমির রোপা আমন, মরিচ, ভূট্রা, মাসকলাই, পিয়াজ, চিনাবাদাম ও শীতের সবজি ক্ষেত তলিয়ে গেছে।

জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, কয়েকদিনের টানা পানি বৃদ্ধির ফলে জেলার রোপা আমন ৭২১ হেক্টর, ভূট্টা ১৭৫ হেক্টর, মচির ১৪৩ হেক্টর, মাসকলাই ৭৭ হেক্টর, মিস্টি আলু ১৫ হেক্টর, শাকসবজি ৫৬ হেক্টর, পেঁয়াজ ১ হেক্টর ও চিনাবাদাম ০২ হেক্টরের ফসল ডুবে গেছে।

ক্ষতিগ্রস্ত কৃষকরা জানায়, যে বন্যার ভয়ে তারা ধান রোপন করতে দেরি করেছে অথচ সেই বানের পানিতেই ভেসে গেল তাদের সোনালী সবুজ ধানসহ নানা ফসল। ধান ও রবি শষ্য ডুবে যাওয়ায় তাদের খোরাকী (বছরের খাবার) থাকলো না। তাই আগামী দিনগুলোর চিন্তায় তারা উদ্বিগ্ন। তাদের কষ্টার্জিত সোনালী ধানসহ রবিশষ্য পানিতে তলিয়ে গেলেও কৃষি বিভাগের লোকজন কোন খোঁজ-খবর নিচ্ছেন না।

চর মল্লিকপুর গ্রামের কৃষক কাজী ইসমাঈল হোসেন বলেন, গত দুইদিনের পানিতে ধানখেত ও মরিচ খেত তলিয়ে গেছে। বিশেষ করে মরিচ খেতে পানি যাওয়ার সাথে সাথে মরিচের গাছগুলো মরে যাচ্ছে। খেতের আশেপাশে বাঁধ দিয়ে বন্যার পানি আটকানো যাচ্ছে না

হরিপুর গ্রামের কৃষক ইয়াকুব আলী বলেন, প্রতি শতাংশ জমিতে হাইব্রীড জাতের মরিচ চাষ করতে খরচ হয়েছে ৫শ থেকে সাড়ে ৫শ টাকা। এই মরিচ চাষ করেই তার সংসার চলে। কিন্তু এই অসময়ের বন্যায় সব ভেস্তে গেল।

চরমল্লিকপুর গ্রামের ধানী কৃষক মীর আহম্মদ বলেন, আমনের মাঝামাঝি সময়ে ধানের গোড়া পঁচা রোগসহ নানা রোগের আক্রমণ ছিল। বিভিন্ন প্রকার কিটনাশক প্রয়োগে তা কিছুটা কমে ছিল। এরমধ্যে এই অসময়ের বন্যা কৃষকের মাথায় মরার উপর খরার ঘা হয়ে নেমে এসেছে

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ জাকিয়া সুলতানা জানান, এই সময়ে সাধারণত বন্যা দেখা যায় না। কিন্তু এবার এ অসময়ের এ বন্যার জন্য কেউ প্রস্তুত ছিল না । তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন তারা।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাঈদ বলেন, ভারতের আসাম ও মেঘালয়ে কয়েকদিন টানা ভারি বৃষ্টিপাতের কারণে যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জামালপুরের নীচু এলাকা প্লাবিত হয়েছে। তবে ভারতে বৃষ্টিপাত কমে যাওয়ার কারণে উজানের পানি কমতে থাকবে।


এই বিভাগের আরো খবর