জামালপুর সদর উপজেলার বেসরকারী মাধ্যমিক পর্যায়ে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
গতকাল শনিবার দুপুরে সদর উপজেলা অডিটরিয়াম মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ জামালপুর সদর উপজেলা শাখা। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বিজন কুমার চন্দ।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর পৌরসভার মেয়র ছনোয়ার হোসেন ছানু। বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ সদর উপজেলার সভাপতি রুহুল আমিন মুক্তার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রউফ আকন্দের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএর সভাপতি ও হযরত শাহজামাল (রঃ) স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান, মির্জা আজম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আতিকুর রহমান ভূট্রো প্রমুখ।
পরে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অবসরপ্রাপ্ত ৩২ জন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সম্মাননা স্মারক ও জায়নামাজ তুলেদেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।