২৯ সেপ্টেম্বর বিকাল ৪ টার সময়, জেলা স্কুল মাঠ সংলগ্ন,জেলা প্রশাসনের সহযোগীতায়, তথ্যই শক্তি , জানবো জানাবো, দূনীর্তি রুখবো এই প্রতিপাদ্যকে সামনে রেখে, জামালপুর জেলার সচেতন নাগরিক কমিটির সনাকের আয়োজনে, ২ দিন ব্যাপী তথ্য মেলা আয়োজন করা হয়।
২ দিন ব্যাপী তথ্য মেলায়, জামালপুর জেলার সচেতন নাগরিক কমিটির সনাকের সভপতি, শামিমা খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নবাগত জেলা প্রশাসক, হাসিনা বেগম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা, দূনীর্তি দমন কমিশনার, মলয় কুমার সাহা, সিভিল সার্জন, ডাঃ ফজলুল হক, উপ-পরিচালক, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর আলী আমজাদ দপ্তরী প্রমুখ।
জানাগেছে, তথ্য মেলায় বিভিন্ন পর্যায়ের তথ্যের জন্য ৩১ টি স্টল বরাদ্দ রয়েছে। পরে প্রধান অতিথি ,জেলা প্রশাসক হাসিনা বেগম, স্টল গুলো পরিদর্শন করেন।