ঢাকা প্রতিদিন অনলাইন || দুর্নীতির মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত পুরান ঢাকার সংসদ সদস্য হাজী সেলিমের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
রোববার (২২ মে) ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক শহিদুল ইসলাম এ আদেশ দেন।
এদিন বেলা ১২টার দিকে আদালতে হাজির হন তিনি। আত্মসমর্পণের পর তার আইনজীবী শ্রী প্রাণ নাথ আদালতে আপিলের শর্তে বা যে কোনো শর্তে জামিন আবেদন করেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে মোশাররফ হোসেন কাজল জামিনের বিরোধিতা করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা তাকে কারাগারে ডিভিশন ও সুচিকিৎসার দাবি জানান।
বিচারক কারাবিধি অনুযায়ী জেল কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। হাজী সেলিমের আগমন উপলক্ষে ঢাকা এজলাস কক্ষের বাইরে ও আদালতের প্রবেশ মুখে নিরাপত্তা জোরদার করা হয়। এ সময় নেতাকর্মীরা আদালতের বাইরে ভিড় করেন।
কেআর