ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটির সুবিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সিকদারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল রোববার দুপুরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে সুবিদপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন।
মানববন্ধনে বক্তব্য দেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম খান, জাহিদ হাসান, মহিলা আওয়ামী লীগ নেত্রী পারভিন বেগমসহ আরো অনেকে। বক্তার বলেন, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে হেরে একটি চক্র বর্তমান চেয়ারম্যান আব্দুল মান্নান সিকদারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারই ধরাবাহিকতায় জনপ্রিয় চেয়ারম্যান মান্নান হাওলাদারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচার শুরু করেছে ওই চক্রটি। তাদের মিথ্যা অপপ্রচার বন্ধ করা না হলে কঠোর আন্দোলন চালিয়ে যাওয়ার কথা ব্যাক্ত করেন বক্তারা।
মানববন্ধনে দলীয় নেতা-কর্মীসহ এলাকার কয়েক শতাধীক নারী পুরুষ অংশ নেয়।
উল্লেখ্য, সম্প্রতি ইউনিয়ন পরিষদের কয়েকজন সদস্য ও এলাকার একটি চক্র বর্তমান চেয়ারম্যান আব্দুল মান্নানের বিরুদ্ধে মানববন্ধনসহ নানা অপপ্রচার করে আসছে।

সাবেক এমপি নূর আফরোজের ৭ বছরের কারাদণ্ড
ঢাকা প্রতিদিন অনলাইন || দুর্নীতির মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য (এমপি) নূর আফরোজ বেগম জ্যোতিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।