ঝালকাঠির নলছিটিতে বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৬ জন।
নিহতরা হলেন, উপজেলার সুবিদপুর ইউনিয়নের নলবুনিয়া গ্রামের সুলতান মাস্টারের মেয়ে সুরভী খানম (৩৮) ও মাহিন্দ্রা চালক গোপালপুর গ্রামের রাজিব হোসেন (২৬)। নিহত আরেক জনের পরিচয় এখনও জানা যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ঝালকাঠির নলছিটি উপজেলার তালতলা এলাকা থেকে মাহিন্দ্রা গাড়িতে করে ১০ জন যাত্রী বরিশাল যাচ্ছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস বেপারী পরিবহন কুয়াকাটা যাচ্ছিল। দুটি গাড়ি দপদপিয়া জিরোপয়েন্ট এলাকায় গেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রা গাড়ির ৩ যাত্রী নিহত হয়।
ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানান, মাহিন্দ্রা গাড়ির তিন যাত্রী নিহত হয়েছেন। আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।