আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ (নলছিটি ও ঝালকাঠি সদর) আসনের মনোনয়ন ফরম কিনলেন সাবেক ছাত্রনেতা, সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ কেন্দ্রীয় উপকমিটির সদস্য মোঃ মিল্লাত হোসেন।
শনিবার(১৮ নভেম্বর) দুপুরে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে থেকে মনোনয়ন ফরম কিনলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের এই নেতা।
মনোনয়ন সংগ্রহের পর সাংবাদিকদের বলেন, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের লক্ষে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে উন্নয়নের রোল মডেল হিসাবে পরিনত হয়েছে, তেমনি এই ধারাবাহিকতা রক্ষার্থে বাংলাদেশ আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে।
বিশেষ করে নতুন প্রজন্মের ভোটাররা নৌকাকে বিজয়ী করার লক্ষে সারাদেশে তাদের আগ্রহের কোনো কমতি নেই। তিনি বলেন ,আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ (নলছিটি ও ঝালকাঠি সদর) আসনের নতুন প্রজন্ম ও এলাকার জনগনের দাবীর প্রেক্ষিতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলাম।
আমাদের দলীয় সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন যিনি তৃনমূল পর্যায়ে জনগনের কাছে গ্রহনযোগ্য ব্যক্তি তিনিই এবার দলীয় মনোনয়ন পাবেন। সেই হিসাবে আমি শতভাগ আশাবাদী নেত্রী এবার দলীয় মনোনয়ন দিবেন , এটা আমার বিশ্বাস।
তাছাড়া আমি গত একাদ্বশ নির্বাচনে ও দলীয় ফরম সংগ্রহ করেছি।আমি দলীয় মনোনয়ন পেলে নৌকার বিজয় সুনিশ্চত করবো ইনশাআল্লাহ।এবং এলাকার উন্নয়নে ধারাবাহিকতা বজায় রাখতে আমার সর্বত্বক প্রচেষ্টা অব্যাহত থাকবে।
দলীয় মনোনয়ন প্রত্যাশি মোঃ মিল্লাত হোসেন আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশে উন্নয়ন হচ্ছে।
স্মার্ট বাংলাদেশ বিনির্মান করতে ঝালকাঠি-২ (নলছিটি ও ঝালকাঠি সদর) সাধারণ মানুষের কথা চিন্তা করে দ্বাদশ নির্বাচনের জন্য নৌকাকে জয় করতে মনোনয়ন ফরম তুললাম । আমি রাজনীতি করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা দেশরত্ন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আদর্শকে দেখে আমি নিজেই তার আদর্শ লালন করি।