টঙ্গী (ঢাকা) প্রতিনিধি:
গাজীপুর জেলার টঙ্গীতে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়। সোমবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-২ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। জানা যায়, সীমান্তবর্তী এলাকা থেকে একটি প্রাইভেটকার যোগে বিপুল গাঁজা নিয়ে গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানা এলাকার আশেপাশে সুবিধাজনক স্থানে হস্তান্তরের জন্য আসছে। এই সংবাদের সত্যতা যাচাইয়ের নিমিত্তে র্যাব-২ এর একটি দল গত রোববার দুপুর ১২টায় গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানাধীন স্টেশন রোডস্থ মাছিমপুর এলাকায় ওত পেতে থাকে। দুপুর পৌনে ১টায় প্রাইভেটকারটি ওই স্থানে পৌঁছালে গাড়িটি সন্দেহ হলে থামানোর জন্য সংকেত দেয়। এসময় র্যাবের উপস্থিত টের পেয়ে গাড়ি থামিয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে আশিকুর রহমান (২৪) ও জাবের (২২)। গাঁজার চালান সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদে প্রথমে অস্বীকার করে তারা। পরবর্তীতে তাদের প্রাইভেটকার তল্লাশি করে প্রাইভেটকারের ভেতরে ৩টি বস্তায় পলিথিনে মোড়ানো ৬০ কেজি গাঁজা পাওয়া যায়। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ১৬ লাখ টাকা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।
