টাঙ্গাইল প্রতিনিধি : আসন্ন টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনিত মেয়র প্রার্থী মাহমুদুল হক সানুকে বিজয়ী করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় পৌরসভার ১নং ওয়ার্ডের জেলা সদর চতুর্থ শ্রেণির কর্মচারী স্টাফ কোয়াটার এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন দলীয় প্রার্থী মাহমুদুল হক সানু। সভায় ১নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি মনোনিত প্রার্থী মাহমুদুল হক সানু। তিনি সব পেশার মানুষদের কাছে ধানের শীষ প্রতিকে ভোট প্রার্থনা করেন। তিনি আরও বলেন, আমার বাবা প্রয়াত শামছুল হক পৌরসভার দুইবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন, তার সেবা আজও পৌরবাসী মনে রেখেছে। আমি বিজয়ী হলে তার ধারাবাহিকতা বজায় রাখবো মর্মে অঙ্গিকার করেন এবং নির্বাচন সুষ্ঠু হলে বিপুল ভোটে ধানের শীষ বিজয়ী হবে বলে দাবি করেন। এসময় জেলা বিএনপি, পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি টাঙ্গাইল পৌরসভার ভোট গ্রহণ।
