টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল শহরের ৬নং ওয়ার্ডের কান্দাপাড়া পুকুর থেকে নিখোঁজের পাঁচ দিন পর সোমবার সকালে স্থানীয় মাদক সেবী শাম্মু মিয়া ওরফে শামন (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শামন শহরের কলেজ পাড়া এলাকার মৃত দুদু মিয়ার ছেলে। পৌরসভার কাউন্সিলর শফিকুল হক শামীম জানান, শাম্মু মিয়া ওরফে শামন গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন। গতকাল সোমবার সকালে কান্দাপাড়া পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা তাকে খবর দেয়। পরে তিনি থানায় সংবাদ দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। টাঙ্গাইল মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে, তদন্ত শেষে প্রকৃত রহস্য জানা যাবে।