আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার তৈরি করোনা টিকার প্রথম চালান চলতি সপ্তাহেই পৌঁছবে ইরানে। রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি শনিবার বলেছেন, করোনার টিকা কেনার পাশাপাশি যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার সঙ্গে ইরানের চুক্তি সই হয়েছে।
রাশিয়ার পুঁজি বিনিয়োগ বিষয়ক ফান্ড বা আরডিআইএফ এর প্রধান জানিয়েছেন, আগামী বৃহস্পতিবারের মধ্যে ইরানে টিকার প্রথম চালান পাঠানো হবে।
রাষ্ট্রদূত আরও বলেছেন, টিকা তৈরির ক্ষেত্রে ইরান ভালো অবস্থানে রয়েছে। এ কারণে দুই দেশের মধ্যে এই সমঝোতা হয়েছে যে, পরবর্তীতে রুশ টিকা ইরানেই যৌথভাবে তৈরি করা হবে।
রুশ টিকা নিরাপদ কিনা এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কয়েক মাস ধরে রুশ টিকা ‘স্পুতনিক-ভি’ দেওয়া হচ্ছে। এ পর্যন্ত ৩০ লাখ মানুষ এই টিকা নিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত এর কোনো খারাপ প্রভাব দেখা যায়নি।
ইরান বিদেশ থেকে টিকা আমদানির প্রক্রিয়ার পাশাপাশি নিজেদের তৈরি টিকার মানব ট্রায়াল এগিয়ে নিচ্ছে।