টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নওগাঁ ৬ (রানীনগর-আত্রাই) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল। শুক্রবার দুপুরে তিনি টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ ১৫ আগস্ট নিহত সব শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন নওগাঁর আত্রাই উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ইবাদুর রহমান ইবাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, রাণীনগর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ, রাণীনগর উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজুল ইসলাম, যুবলীগ নেতা জাকির হোসেন, আত্রাই উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহদী মসনদ স্বরুপ, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সোহাগ প্রমুখ। পরে নবনির্বাচিত সাংসদ আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বহিতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

সাবেক এমপি নূর আফরোজের ৭ বছরের কারাদণ্ড
ঢাকা প্রতিদিন অনলাইন || দুর্নীতির মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য (এমপি) নূর আফরোজ বেগম জ্যোতিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।