টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার মায়ানমার থেকে নাফনদী হয়ে সাঁতার কেটে ইয়াবা আনার সময় কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ১ লাখ ৫ হাজার ইয়াবা জব্দ করেছে। বাংলাদেশ কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন আমিরুল হক জানান, শুক্রবার মায়ানমার থেকে ভোর রাতে ইয়াবার একটি বড় চালান সাবরাংস্থ নাফনদীর বড়খাল পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে চাইলে টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেঃ কমান্ডার সাইয়াদুল মোরসালিনের নেতৃত্বে কোস্টগার্ড জওয়ানেরা উৎ পেতে থাকে। তখন কোস্টগার্ড সদস্যরা নাফ নদীতে মায়ানমার সীমানা অতিক্রম করে একজন ব্যক্তিকে সাঁতার কেটে বাংলাদেশ সীমানায় আসতে দেখা যায়। তখন বোট থেকে দূরবর্তী ওই ব্যক্তিকে লক্ষ্য করে টর্চ মারলে লোকটি একটি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তা পানিতে ছেড়ে দিয়ে পুনরায় মায়ানমারের সীমানায় চলে যায়। পরে কোস্টগার্ড সদস্যরা বস্তাটি উদ্ধার করে। পরে ষ্টেশনে এনে গণনা করে ১ লাখ ৫ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। পরবর্তীতে জব্দকৃত ইয়াবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
দেশ–বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন।