ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
কভিট-১৯ এর ২য় ঢেউ মোকাবেলায় ডিমলা অটো-চালক সমবায় সমিতির উদ্যোগে গণসচেতনতা মূলক প্রচার-প্রচারণা ও বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। বুধবার দুপুরে উপজেলার বিভিন্ন হাট-বাজারে অটো, ভ্যানচালক ও পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেনÑ অটো-চালক সমবায় সমিতি লিমিটেড এর সাধারণ সম্পাদক মফিজার রহমান মোফা, সহ-সাধারণ সম্পাদক আলাউদ্দিন ও সাংগঠনিক মোঃ শরিফ হোসেন, রোড সম্পাদক মোঃ নুরল ইসলাম প্রমুখ। মাস্ক বিতরণ করার পাশাপাশি সকলকে করোনা ভ্যাকসিন গ্রহনের উদ্বুদ্ধকরণ, অটোতে যাত্রীদের সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিতকরণের বিষয়টি তুলে ধরে প্রচারণা চালান।
