চট্টগ্রামের রাঙ্গুনিয়ার কৃতি সন্তান বাংলাদেশ ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে এডভোকেট রেজাউল করিম রেজা নিয়োগ লাভ করায় রাঙ্গুনিয়া বাসীর পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা দিয়েছেন রাঙ্গুনিয়া নাগরিক সমাজ।
শুক্রবার(২৭ সেপ্টেম্বর) বিকাল ৩টায় উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের আন্ন সিকদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাব্বির ইকবাল, বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি কপিল উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক, রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সেলিম, উপজেলা বিএনপির সদস্য ও সাবেক বেতাগী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসান মুরাদ চৌধুরী, উপজেলা যুবদলের সভাপতি সেকান্দর হোসেন।
চট্টগ্রাম আইন কলেজের সংগঠক মুহাম্মদ গোলাম রাব্বানী’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন মুজিবুর রহমান সওদাগর, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের নেতা আবু জাফর মাতব্বর, জামাল উদ্দিন, আবুল কাশেম, শিক্ষানিবিশ আইনজীবী নুরুল আমিন ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান রনি, সাধারণ সম্পাদক সম্পাদক আমিনুল হক বাচা, যুগ্ম সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ তালুকদার প্রমুখ।
অনুষ্ঠান শেষে এডভোকেট রেজাউল করিম রেজা’কে রাঙ্গুনিয়া নাগরিক সমাজের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।