সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : জাতীয় দৈনিক ‘ঢাকা প্রতিদিন’ এ সংবাদ প্রকাশের পর ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ভাটি অঞ্চল অরুয়াইল-বারপাইকা সংযোগ রাস্তার মাটি ভরাটের কাজ শুরু হয়েছে। অরুয়াইল ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন ভূইয়া নিজ উদ্যোগে সেতুর গোড়ায় মাটি ভরাটের কাজ শুরু করেন। জানা যায়, র্দীঘদিন ধরে সেতুর গোড়ায় মাটি না থাকায় ৩ কিলোমিটার রাস্তার যাতায়াত ও পণ্য পরিবহনে দুর্ভোগ পোহাচ্ছেন তিন ইউনিয়নের লক্ষাধিক মানুষ। সেতুর দুই পাশের সংযোগ রাস্তা না থাকায় এই ভোগান্তির সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর নিজ উদ্যোগে সেতুর দুই পাশে বাঁশের সাঁকো তৈরি করে প্রতিদিন মাটির কাঁচা রাস্তা ও সেতু দিয়ে ঝুঁকিপ‚র্ণ বাঁশের সাঁকো ব্যবহার করে শত শত মানুষ অরুয়াইল বাজার ও সরাইল উপজেলা সদরে চলাচল করছেন। অরুয়াইল ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন ভূঁইয়া জানান, সেতু নির্মাণের তিন বছর পেরিয়ে গেলেও অ্যাপ্রোচ রাস্তা নির্মাণ করা হয়নি। তাছাড়া, ওই সেতুর সংযোগ রাস্তাটি ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ফলে সেতুর কোনো কাজে আসেনি। বাঁশের সাঁকো দিয়ে চলাচল করতে বৃদ্ধ, নারী ও শিশুদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। এলাকার জনগণের পণ্য পরিবহন ও চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।