ময়মনসিংহ ব্যুরো : ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের নবগঠিত প্রতিষ্ঠাকালীন কার্যকরী কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকাল ৩টায় স্থানীয় মধুমন কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
কমিটির সভাপতি প্রদীপ কুমার চক্রবর্তী রুনু ঠাকুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব বাবুল মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। বিশেষ অতিথি ছিলেনÑ ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জাহান মুকুল। ৭১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির সবাইকে পরিচয় করিয়ে দেন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। শুরুতেই কমিটির পক্ষ থেকে প্রধান অতিথি গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি ও বিশেষ অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরিচিতির পর কমিটির সবাইকে ক্রেস্ট উপহার দেওয়া হয়। আনন্দঘন পরিবেশে অত্যন্ত সৌহাদ্য ও আন্তরিকতার মধ্য দিয়ে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
