নিজস্ব প্রতিবেদক:
ঘুষের বিনিময়ে কার্যাদেশ প্রদানসহ বিভিন্ন অভিযোগে তিতাস গ্যাস টান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আলী মোহাম্মদ আল মামুনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। পাশাপাশি তার সম্পদও খতিয়ে দেখছে দুদক।
গ্যাস ট্রান্সমিশন কোম্পানির এমডি থাকার সময়ই তার বিরুদ্ধে এসব দুর্নীতির অভিযোগ ওঠে। পরে দুদক যাচাই করে অনুসন্ধানের জন্য আমলে নেয়। কমিশনের উপ-পরিচালক মোহাম্মদ সালাউদ্দিনকে এসব অভিযোগ খতিয়ে দেখতে অনুসন্ধানকারী কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে।
অনুসন্ধান শুরুর পরই বৃহস্পতিবার দুপুরে তিনি মহেশখালী গ্যাস লাইন সঞ্চালন প্রকল্পের প্রাক্কলন, দরপত্র বিজ্ঞপ্তি, চুক্তিপত্র, কার্যাদেশ, কার্যসম্পাদনের ছায়ালিপি চাওয়া হয় জিটিসিএলের বর্তমান এমডির কাছে। এছাড়া প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে চুক্তি কিসের ভিত্তিতে হয়েছে তার তথ্যও ৩০শে সেপ্টেম্বরের মধ্যে দুদককে দিতে বলা হয়েছে।