তুরাগে ছাত্র হত্যা – সন্ত্রাস- চাঁদাবাজ- নৈরাজ্য ও দখলদারদের প্রতিহত করতে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। ১৩ সেপ্টেম্বর আজ শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় রাজাধানী তুরাগের কামারপাড়া স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন এ কর্মসূচি পালন করে।
উক্ত সভায় ৫৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী শফিকুল ইসলাম সভাপতিত্বে ও তুরাগ থানা বিএনপির যুগ্নআহ্বায়ক হাজী আতাউর রহমান সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মো : মোস্তফা জামান এবং বিশেষ অতিথি ছিলেন, তুরাগ থানা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ (খোকা), তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মো : জহিরুল ইসলাম ও বিএনপির সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃত্ববৃন্দ।
উক্ত সভায় তুরাগ থানা বিএনপির ১ম যুগ্ন আহ্বায়ক হারুনুর রশিদ (খোকা) বলেন, এই সভার মাধ্যমে আমরা আমাদের জাতীয়তাবাদী চেতনাকে পুনরুজ্জীবিত করার সংকল্প নিয়েছি এবং সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার জন্য আমাদের দৃঢ় অবস্থান ঘোষণা করেছি।
এই একাত্মতা আমাদের দলের শক্তি এবং জাতীয়তাবাদী আন্দোলনের প্রেরণা। আমরা সবাই মিলে জাতির স্বার্থ রক্ষায়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে, বিএনপির চেতনার পতাকাকে আরও উঁচুতে তুলে ধরেছি। সকল নেতাকর্মী এবং উপস্থিত সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা সন্ত্রাসী করবে সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে প্রশাসনের হাতে তুলে দিবেন। আমাদের এই আন্দোলন চলবে, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা থামবো না।
উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে হাজী মোস্তফা জামান বলেন, সন্ত্রাস- চাঁদাবাজ- নৈরাজ্য ও দখলদারদের প্রতিহত করতে হবে। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আওয়ামী শাসনামলে গত ১৬বছরে বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত গায়েবি- রাজনৈতিক ও মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। হামলা, ভাংচুর, লুটপাট, চাঁদাবাজি- দখলদারিত্ব বন্ধ করে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। তবেই নতুন বাংলাদেশ বিনির্মাণে সার্থক হবে।