ময়মনসিংহের ত্রিশালে অর্থাভাবে হৃদযন্ত্রের জটিল রোগে আক্রান্ত শিশু গালিবের চিকিৎসায় অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ বিষয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর বিষয়টি নজরে আসে তরুণ সমাজসেবক আব্দুল্লাহ আল মাহফুজ তোতা’র। তিনি উপজেলার মঠবাড়ী ইউনিয়নের অলহরী খারহর গ্রামের শিশু গালিবের বাড়িতে গত সোমবার রাতে উপস্থিত হয়ে শিশু গালিবের খোঁজ নেন। শিশুটির পিতা-মাতাকে চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করে তাদের জন্য ঈদ উপহার হিসেবে নতুন পোশাক প্রদান করেন।
শিশু গালিবের বাবা মো. জামান বলেন, আমার শিশু সন্তানকে বাঁচাতে এগিয়ে আসায় মাহফুজ ভাই সহ স্থানীয় যারা সহযোগিতা করছেন সবার প্রতি আমরা কৃতজ্ঞ।
এ সময় ত্রিশাল পৌরসভার বাসিন্দা আব্দুল্লাহ আল মাহফুজ তোতা বলেন, এই শিশুকে নিয়ে সংবাদটি দেখে আমার খুব খারাপ লাগে। শিশুটিকে দেখতে আমি তার বাড়িতে আসছি। উনারা খুবই সমস্যায় আছেন। সবার প্রতি আহ্বান থাকবে আমরা যেনো এই শিশুটির পাশে দাঁড়াই।
উল্লেখ্য, গত শুক্রবার “অর্থাভাবে শিশুর চিকিৎসা অনিশ্চিত” শিরোনামে দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। শিশু আব্দুল আল গালিবের চিকিৎসায় চার লাখ টাকা প্রয়োজন, সে হৃদযন্ত্রের জটিল রোগে আক্রান্ত ও হার্টে জন্মগত ছিদ্র রয়েছে। দ্রুত অপারেশন পরামর্শ দিয়েছেন ডাক্তার। কিন্তু আর্থিক অস্বচ্ছলতায় দিশেহারা দিনমুজর বাবা-মা। অর্থাভাবে শিশু গালিবের চিকিৎসা অনিশ্চিত প্রায়। দিনমুজর বাবা’র অস্বচ্ছলতার মাঝে ব্যয়বহুল চিকিৎসা প্রায় অসম্ভব।