“অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা কৃষি প্রযুক্তি এন দিবে নতুন মাত্রা” এই প্রতিপাদ্যকে সামরে রেখে পটুয়াখালী দশমিনা উপজেলা মাঠে আজ মঙ্গলবার সকাল ১০ টায় কৃষি অফিসের আয়োজনে তিন দিন ব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করা হয়।
কৃষি ও প্রযুক্তি মেলা শুভ উদ্বোধন উপলক্ষে সকালে র্যালি, স্টল পরিদর্শন, কৃষকদের মাঝে নারিকেলেন চারা, বিনামূল্যে রাসয়নিক সার , বীজ বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাফিসা নাজ নীরার সভাপতিত্বে উক্ত কৃষি ও প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এসএম শাহজাদা এমপি।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন, ভাইস চেয়ারম্যান তমিজ উদ্দিন তমান জোমাদ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান সামছুরন্নাহার খান ডলি, সহকারী কমিশনার(ভুমি) ওয়াসিউজ্জমান চৌধূরী, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাফর আহমেদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত) মোঃ নুরুল ইসলাম মজুমদার প্রমূখ।
স্বাগত বক্তব্যে কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাফর আহমেদ বলেন, দশমিনা, বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠী, বরগুনা, মাদারীপুর ও শরিয়াতপুর কৃষি উন্নয়ন প্রকল্প(১ম সংশোধিত) এর আওয়াতায় উপজেলায় মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার এই তিন দিন কৃষি ও প্রযুক্তি মেলার আজ শুভ উদ্বোধন করা হলো। এই তিনদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত স্টল উন্মুক্ত থাকবে এবং সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ঘূর্ণীঝড় রিমেলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে নারিকেল চারা, রাসয়নিক সার ও বীজ বিতরণ করা হয়।
এদিকে, সকাল ১০ টায় পরিষদ কনফারেন্স হল রুমে স্থানীয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে প্রাপ্ত অনুদানের চেক বিতরণ করা হয়। উপজেলায় ২১ জনের মাঝে ৫ হাজার টাকা করে ১লখ ৫ হাজার টাকা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য এসএম শাহজাদা এমপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) নাফিসা নাজ নীরা, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন, ভাইস চেয়ারম্যান তমিজ উদ্দিন তমান জোমাদ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান সামছুরন্নাহার খান ডলি, সহকারী কমিশনার(ভুমি) ওয়াসিউজ্জমান চৌধূরী, প্র্কল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মিন্টু চন্দ্র মজুমদার, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাফর আহমেদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত) মোঃ নুরুল ইসলাম মজুমদার, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজী কালামসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান গন।