পটুয়াখালী দশমিনা উপজেলায় আজ সোমবার সকাল ১১টায় পরিষদ কনফারেন্স হল রুমে রোগীদের মাঝে উপজেলা সমাজসেবা করর্যালয়ের সহযোগিতায় রোগীদের মাঝে ৬ লাখ টাকার চেক বিতরন করা হয়।
সমাজ সেবা অফিস সূত্রে জানা যায়, উপজেলায় সমাজসেবা অধিদপ্তর এর সহযোগিতায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইস্ট, থ্যালাসেমিয়ায় আক্রান্ত ২৪ জন রোগীকে শনাক্ত করে সকালে ১২ জনের মাঝে ৫০ হাজার টাকা করে ৬ লাখ টাকার চেক বিতরন করা হয়। এছাড়া বাকী ১২ জনের কাগজপত্রাদী প্রসেস করে জেলা সমাজসেবা অফিস থেকে চেক সাংগ্রহ করা যাবে।
উক্ত চেক বিতরন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) নাফিসা নাজ নীরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মুশফিকুর রহমান, ফিল্ড সুপারভাইজার আফজাল হোসেন, ইউনিয়ন সমাজকর্মী তারেক রহমান প্রমূখ।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ মুশফিকুর রহমান জানান, উপজেলায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইস্ট, থ্যালাসেমিয়ায় আক্রান্ত ২৪ জন রোগীকে শনাক্ত করা হয়েছে। আজ সোমবার সকালে ৫০ হাজার টাকা করে ১২ জনকে ৬ লাখ টাকার চেক বিতরন করা হয়। বাকী ১২ জনকে জেলা সমাজসেবা কার্যালয় থেকে চেক প্রদান করা হবে।