পটুয়াখালী দশমিনা উপজেলায় আজ বুধবার দুপুরে এক শিক্ষার্থীর কীটনাশক খেয়ে আত্নহত্যার ঘটনা ঘটে। উপজেলার দশমিনা ইউনিয়নের দক্ষিণলক্ষীপুর ০৮নং ওয়ার্ডের এর মধু কবিরাজের মেয়ে লগ্নরানী (১৭)।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, এ বছর লগ্নরানী এসএসসি পরীক্ষায় পাশ করেন। প্রতিদিনের নেয় সকালে বাসার বিভিন্ন কাজ শেষ করে দুপুরে ঘরে প্রবেশ করে ওর মায়ের কাছে বলে আমার গলা জ্বালায় এবং কেমন জানি করে। এই কথাশুনে লগ্ন এর মা লিপিরানী ধরে ঘরের খাটে শোয়ায় তখোন বমি করে এবং বমির সাথে দূর গন্দ আসে তখোন বাড়ির লোক জন দশমিনা হাসপতালে এনে ভর্তি করেন। দশমিনা হাসপাতালে ডাঃমঈনুল ইসলামের চিকিৎসাধীন আবস্থায় দুপুর তিনটায় মারা যায়।
ডাঃ মঈনুল ইসলাম প্রতিনিধিকে বলেন, লগ্নরানী কীটনাশক খেয়েছেন হাসপাতালে আনার প্রায় ২ঘন্টা আগে। হাসপাতালে যখোন আনে তখোন মুমূর্ষু অবস্থা। লগ্নরানীকে উন্নত চিকিৎসার জন্য নেয়ার পরামর্শ দেয়া হলে নেয়নি। হাসপাতালে মারা যায়।
লগ্নরানীর বাবা মধু কবিরাজ প্রতিনিধিকে বলেন, আমার একমাত্র মেয়ে এ বছর এসএসসি পাশ করছে। কলেজে ভর্তির জন্য আবেদন করেছে। সকালে দেখে এসেছি বাসায় ওর মায়ের সাথে কাজ করছে। আমি দোকানে ছিলাম খবর পেয়ে দেখি অসুস্থ্য আবস্থায় খাটে শুয়ে আছে পরে আমি হাসপাতালে নিয়ে আসি। জানিনা কিদিয়ে কি হয়ে গেলো এমন হবার কথানা ।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নূরুল ইসলাম মজুমদার বলেন, কীটনাশক খেয়ে আত্নহত্যার বিষয় শুনে হাসপাতালে থানার উপ-পুলিশ পরিদর্শন (এসআই) জাকির হোসেনক পঠিয়ে মরদেহ থানা আনা হয়েছে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।